বিপিপি, পিডিবি উইংইয়ের প্রস্তাবনা

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বিউবো শাখা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বিউবো শাখার কার্য্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ বিউবো’র মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সাথে মত-বিনিময় সভা করে । মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সাথে আলোচনায় পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন অসুবিধা ও পেশাগত বৈষম্যের চিত্র উঠে আসে। দায়িত্বপালনকালে বিদ্যমান পেশাগত বৈষ্যমের কারণে প্রকৌশলীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে । এছাড়া, প্রকৌশলীগণ বাবিউবোকে আধুনিকায়ন, গতিশীল এবং সুষ্টু কর্মপরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন । বিপিপি, পিডিবি উইংইয়ের প্রস্তাবনাসমূহ গত ১৮-০৭-২০২১ তারিখে মাননীয় চেয়ারম্যান, বিউবো বরাবর উপস্থাপন করা হয়। চেয়ারম্যান মহোদয় বিপিপি’র দাবী সমূহ বোর্ড সভায় আলোচনার বিষয়ে আশ্বাস প্রদান করেন । দাবী সমূহ বাস্তবায়নে বাবিউবোর্ডের সদস্যগণ এবং বিপিপি পিডিবি শাখার সভাপতি, সেক্রেটারী মহোদয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন ।