বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি), বিউবো শাখার নব-নির্বাচিত সভাপতি প্রকৌঃ মোঃ মাহবুবুর রহমানের দায়িত্বভার গ্রহণ এবং তাঁহার নেতৃত্বে ধানমন্ডি-৩২ নাম্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি), বিউবো শাখার নব-নির্বাচিত সভাপতি প্রকৌঃ মোঃ মাহবুবুর রহমান গত ১৭/০৯/২০২১ইং তারিখ সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে বিপিপি, বিউবো শাখার নেতৃবৃন্দ গত ২২/০৯/২০২১ইং তারিখ বুধবার সকাল ৭:০০ ঘটিকায় ধানমন্ডি-৩২ নাম্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রকৌঃ মোঃ আব্দুল মান্নান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বিউবো শাখার সাধারণ সম্পাদক আ.ন.ম. তারিক আব্দুল্লাহর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য প্রকৌঃ মোঃ শামসুল আলম (সদস্য, বিতরণ, বিউবো), সহ-সভাপতি-১ প্রকৌঃ মোঃ আশরাফুল ইসলাম (সদস্য, উৎপাদন, বিউবো) এবং প্রাক্তন সভাপতি প্রকৌঃ আশুতোষ রায়। সভাপতি প্রকৌঃ মোঃ মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে বলেন- যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, সেই কালপুরুষের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার বেড়ে উঠার প্রতিটি দিনের সাথে লিখা আছে বাংলাদেশের প্রতিষ্ঠার ইতিহাস। বাংলাদেশের ইতিহাস মানেই শেখ মুজিবের জীবনের ধারাপাত। তাই বাংলাদেশের ইতিহাস জানতে হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকথা জানা জরুরি। তিনি আরো বলেন- ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকেই নিশ্চিহ্ন করা হয়নি, বরং যুদ্ধবিধ্বস্ত একটি নবীন রাষ্ট্রের এক অসাধারন পথচলাকেও থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে যা অত্যন্ত দুখঃজনক। এই সময় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি, যুগ্ন-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সংগঠনের অন্যান্য সম্পাদক, উপ-সম্পাদক এবং নির্বাহী সদস্যবৃন্দের একটি বিশাল বহর শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন। পরিশেষে সাধারণ সম্পাদক প্রকৌঃ আ.ন.ম. তারিক আবদুল্লাহ্ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য কর্মসূচীর ঘোষণা করেন।