Engr. Md. Mahbubur Rahman

President

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির এক আদেশবলে (পিও ৫৯) প্রতিষ্ঠা করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে নিরলস কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্প্রতি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে শতভাগ বিদ্যুতায়নের দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে; যা নিঃসন্দেহে জাতির জন্য এক বিরল অর্জন। আর এই অর্জনকে বাস্তবে রূপ দিতে দিবারাত্রি পরিশ্রম করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সমাজ।

জীবনধারণের জন্য যেমন সূর্যের আলোর অবদান কেউ অস্বীকার করতে পারে না, তেমনি প্রকৌশলীদের ব্যতীত রাষ্ট্রের উন্নয়ন অসম্ভব। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বিউবো শাখার সকল সদস্যগণ জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক, ডিজিটাল এবং একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এখন অনেক উন্নয়নশীল দেশের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীর স্বার্থক নেতৃত্বের ফসল হিসেবে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যেই উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বিউবো শাখার প্রকৌশলীগণ নিজেদের মেধা, দক্ষতা, সততা ও পরিশ্রম দিয়ে অতীতের মত ভবিষ্যতেও দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”
“বাংলাদেশ চিরজীবী হোক”।