Engr. A. N. M. Tarique Abdullah

General Secretary

প্রকৌশলী আ.ন.ম. তারিক আব্দুল্লাহ সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বিউবো শাখা মুজিবশতবর্ষ উপলক্ষে বিজয়ের মাসে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শাখা কর্তৃক ওয়েবসাইট নির্মাণ করার উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাচ্ছি এবং এর সাথে যুক্ত সকল কর্মকর্তা, বিজ্ঞাপনদাতা, মূল্যবান বাণী প্রদানকারী ব্যক্তিবর্গ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন তথ্যনির্ভর লেখা দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, ভালবাসা ও কৃতজ্ঞতা । হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে নিশ্চিতভাবেই আজও পাকিস্তানের অধীনে একটি পরাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের মানবেতর জীবনযাপন করতে হতো । বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বৈদেশিক রিজার্ভ ৪০ বিলিয়ন মার্কিন ডলারের উপরে, প্রায় ১ কোটি মানুষ বিদেশে কর্মরত, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ২৩,০০০ মেঃ ওঃ, এই সরকারের আমলে প্রায় কোটি মানুষ নিম্ন আয় থেকে নিম্ন-মধ্যবিত্ত আয়ে উন্নীত হওয়া, শিক্ষা-স্বাস্থ্য, খেলাধুলা, কৃষি, বৈদেশিক নীতি সবকিছুতেই বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে। বাংলাদেশকে একদিন বিদেশি বন্ধুরা বলতেন, “Bottomless Basket” আজ তারাই বলছেন “Do follow Bangladesh” এবং তাদের জরিপেই বেরিয়ে আসছে বাংলাদেশ বিনিয়োগের জন্য পৃথিবীর একটি অন্যতম নিরাপদ রাষ্ট্র। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশ আবার পাকিস্তানি ধারায় প্রবর্তিত হয়। স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তারাই মূলত রাষ্ট্রের প্রায় সব গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, যুদ্ধাপরাধী ও উগ্ন মৌলবাদীদের নিয়ন্ত্রনেই ২১ বছর রাষ্ট্র পরিচালিত হয়। বাংলাদেশের ৪৯ বছরের ইতিহাসে মাত্র প্রায় ১৯ বছর আওয়ামী লীগ দেশ পরিচালনা করে, বাকি ৩০ বছরই প্রতিক্রিয়াশীল শক্তি দেশ শাসন করে । এই ১৯ বছরের মধ্যে বাংলাদেশের যা অর্জন তা বিশ্বে উদাহরণ হিসেবে উদ্ধৃত হয়। বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছে এবং তার কন্যা আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতেই আজ ডিজিটাল বাংলাদেশ আর মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সমাজ পরিবর্তনের এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের প্রকৌশলীগণ যুদ্ধাবিদ্ধস্ত বাংলাদেশ পুনর্গঠনে অনন্য ভূমিকা পালন করেন। আধুনিক প্রযুক্তি ও প্রকৌশলগত উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রকৌশলী ভাই ও বোনেরা । বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সন্ত্রাসমুক্ত, ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত সোনার বাংলা, আর জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন- ডিজিটাল বাংলাদেশ, ২০২১ সালে মধ্যম আয়ের দেশ, ২০৪১ সালে উন্নত দেশের ভিশন বাস্তবায়ন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বিদ্যুৎ সেক্টরের সামগ্রিক উন্নয়নে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বিউবো শাখা তাদের সততা, মেধা ও মনন দিয়ে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি এবং আমি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বিউবো শাখার সার্বিক কল্যাণ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার অথাত্রায় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” “বাংলাদেশ চিরজীবী হোক”